ছবি সংগৃহীত
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রুপা (২৬)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপার খালাতো বোন রিয়া জানান, ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফিরছিলেন নিলয়। পথে দুর্ঘটনার শিকার হন তারা। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে নিলয়কে মৃত ঘোষণা করেন।
কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে এখনও জানা যায়নি।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজী বাড়ির আবু ইউসুফের ছেলে নিলয়। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন। গত এপ্রিল মাসে রুপা ও নিলয়ের বিয়ে হয়।
.png)
.png)
.png)



