ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের দুই সহযোগীকে মেঘালয় পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার দুই সহযোগীকে আটক করেছে।
মো. নজরুল ইসলাম নজরুল বলেন, ‘মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা চার্জশিট দিতে সক্ষম হব।’
যদিও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, যেহেতু মূল সন্দেহভাজনকে এখনো গ্রেফতার করা যায়নি, তাই মোটিভও এখনো জানা যায়নি।
গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



