ছবি: সংগৃহীত
থাইল্যান্ড এবং কম্বোডিয়া শনিবার ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা কয়েক সপ্তাহ ধরে চলা মারাত্মক সীমান্ত সংঘর্ষ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।
কম্বোডিয়ান পক্ষ কর্তৃক জারি করা দেশগুলোর স্পেশাল জেনারেল বর্ডার কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষই এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরের সময় থেকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি।
যার মধ্যে বেসামরিক নাগরিক, বেসামরিক বস্তু, অবকাঠামো এবং উভয় পক্ষের সামরিক লক্ষ্যবস্তুর ওপর আক্রমণসহ সব ধরনের অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।’
এর আগে, কম্বোডিয়া শুক্রবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্ত এলাকায় বোমাবর্ষণ তীব্র করার অভিযোগ করেছে। এই অভিযোগ এমন সময়ে এলো, যখন প্রাণঘাতী সংঘর্ষের অবসান ঘটাতে দুই দেশের কর্মকর্তারা আলোচনার লক্ষ্যে বহুদিনের বৈঠকে অংশ নিচ্ছেন।
সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রতিবেশী এই দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ চলতি মাসে আবারও সহিংস রূপ নিয়েছে।
নতুন করে সংঘাত শুরু হওয়ায় আগের যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং এতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
পাশাপাশি প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার কম্বোডিয়া ও থাইল্যান্ডের কর্মকর্তারা সীমান্ত চৌকিতে টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
সূত্র : আলজাজিরা
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



