ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে।’
আজ রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে।
ওরা বলেছে তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি। ঠিক আছে যা যা করার তোমরা চেষ্টা করছো, করেছো।’ তিনি আরো বলেন, ‘ওদের কিছু কিছু রিকমেন্ডেশন আছে। যেমন রাজস্ব আয় বাড়াতে হবে।
সেটা আমি স্বীকার করেছি, ট্যাক্স-জিডিপি রেশিও লো। সেটার অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর বন্ধ ছিল দুই মাস। সেটার জন্য আমাদের বিরাট একটা... হয়েছে।’
তিনি জানান, আমরা চেষ্টা করছি। দ্বিতীয় ওদের (আইএমএফ) আরেকটা ফাইন্ডিং আছে সামাজিক সুরক্ষার জন্য আরো বেশি ব্যয় করা, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা। খাদ্যটা আমরা মোটামুটি ভালো করছি।’
এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে। অনেক নেতাকর্মী চালাচ্ছেন প্রচারণা।
পে স্কেল নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা চলছে। এর মধ্যে অর্থ উপদেষ্টা জানালেন নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে। এর ফলে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



