
সংগৃহীত ছবি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (২৪) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সে উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের আবুল কালামের ছেলে। নিহতের খালাতো ভাই প্রবাসী আনসারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।
গত বুধবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এবং বাংলাদেশ রাত ৮টার দিকে সৌদি আরবের রিয়াদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার স্বপ্ন নিয়ে ২০১৮ সালে সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি গাড়ি চালক ছিলেন। প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বিহীন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাকিবুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বলেন, প্রবাসী রাকিবের মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।