
সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ইয়াছিন আরাফাত (৩৪)। পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা তার আচরণে অসংলগ্নতা লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে নিজেকে পরীক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও, পরে জেরার মুখে তিনি স্বীকার করেন যে, প্রকৃত পরীক্ষার্থী মাহবুবুর রহমানের (২৮) হয়ে পরীক্ষায় বসতে এসেছেন। এই চুক্তির জন্য তাকে ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াছিন আরাফাতকে আটক করে। তার পকেট তল্লাশি করে পাওয়া যায় মাহবুবুর রহমানের দেওয়া ১০ হাজার টাকা। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শাহবাগ থানায় প্রতারণা ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতারণা রোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের নিয়োগ-সংক্রান্ত প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
বাংলাবার্তা/এমএইচ