ছবি সংগৃহীত
শাটডাউন এড়াতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্বল্পমেয়াদী তহবিল প্যাকেজ পাস হওয়ার পর বাদ পড়েছে ইউক্রেনের সামরিক তহবিল দেওয়ার বিষয়টি। কিন্তু বাজেট স্বল্পতার মধ্যেও ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি এবং আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসে শেষ মুহূর্তের বাজেট চুক্তি থেকে কিয়েভের জন্য আরও সামরিক তহবিল বরাদ্দের বিষয়টি বাদ দেওয়ার পর ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার হোয়াইট হাউস থেকে এক ভাষণে তিনি বলেন, “আমরা কোনো অবস্থাতেই ইউক্রেনের প্রতি আমেরিকান সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না।”
বাইডেন আরও বলেন, ‘আমি (ইউক্রেনকে) আশ্বস্ত করতে পারি আমরা তাদের পাশে থাকব। আমরা সেখানে আমাদের কাজ সম্পন্ন করব। আমি আমাদের আমেরিকান মিত্রদের আশ্বস্ত করতে চাই... আপনারা আমাদের সহায়তার ওপর ভরসা করতে পারেন, আমরা সরে যাব না।’
এর আগে রবিবার যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়। তবে পাস হওয়া বিলে কিয়েভের জন্য সামরিক সহায়তার ৬০০ কোটি মার্কিন ডলার অন্তর্ভুক্ত ছিল না। যদিও এটিই ছিল হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।