ছবি: সংগৃহীত
গাজায় সাড়ে ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)। তবে বন্যার ঝুঁকি গাজায় বর্তমানে মাত্র অল্প পরিমাণে ত্রাণের তাঁবু ও আশ্রয়সামগ্রী ঢুকতে পারছে।
সংস্থাটি জানায়, অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো মাত্র ১৫ হাজার ৬০০টি তাঁবু গাজায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। অন্তত ৭৬১টি বাস্তুচ্যুত শিবিরে প্রায় সাড়ে ৮ লাখ মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।
সংস্থাটি আরো জানায়, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এখনো কার্যকরভাবে ত্রাণ সামগ্রী আনতে বাধার মুখে পড়ছে এবং প্রায় ৪ হাজার প্যালেট আশ্রয়সামগ্রী গাজায় প্রবেশের অনুমতি পায়নি।
এনআরসি সতর্ক করে বলেছে, গাজায় জরুরি ভিত্তিতে ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম এবং আশ্রয়সামগ্রী প্রয়োজন—নইলে মারাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



