ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। তবে স্নায়ুযুদ্ধের সময় প্রচলিত ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা এর অন্তর্ভুক্ত হবে কিনা—এই প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি।
ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প পাম বিচ, ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন, কিন্তু আমরা কিছু পরীক্ষা করতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘অন্যান্য দেশগুলো তা করে। তারা যদি করতে থাকে, আমরাও করব, ঠিক আছে?’
ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন, তিনি ৩৩ বছর বন্ধ থাকার পর মার্কিন সামরিক বাহিনীকে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপটি প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তি চীন ও রাশিয়ার প্রতি একটি বার্তা বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প যখন তার মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য যাচ্ছিলেন, তখন ট্রুথ সোশ্যালে তিনি এই অপ্রত্যাশিত ঘোষণা দেন।
ট্রাম্প পারমাণবিক বিস্ফোরক পরীক্ষা—যা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত হবে—নাকি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পরীক্ষার কথা বলছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
উত্তর কোরিয়া ছাড়া (যা সর্বশেষ ২০১৭ সালে পরীক্ষা করেছিল) অন্য কোনো পারমাণবিক শক্তি ২৫ বছরেরও বেশি সময় ধরে বিস্ফোরক পারমাণবিক পরীক্ষা চালায়নি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



