ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৮ জনে। শুধু নভেম্বর মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাঁচজন ঢাকার দুই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মারা গেলেন ৫৩ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৯৯৬ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে।
এ পর্যন্ত সবচেয়ে বেশি অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং আগস্টে ৩৯ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি। অপরদিকে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১, জুলাই ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের ভাঙা প্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী ও উত্তর কুতুবখালী এলাকায় এ অভিযান চালানো হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের চার শতাধিক কর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অভিযান চলাকালে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে জনসচেতনতা র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসি প্রশাসক মাহমুদুল হাসান বলেন, ‘নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। বাড়ির আশেপাশে যেন এডিস মশা না জন্মাতে পারে, এ জন্য তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



