শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৪, ২৫ মার্চ ২০২৩

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নতুন ফিচার

সংগৃহীত ছবি

ঢাকা: হোয়াটসঅ্যাপের উইন্ডোজ সংস্করণে ভিডিও কলে নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটির উইন্ডোজ সংস্করণে একসঙ্গে (এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড) ৮ জন পর্যন্ত ভিডিও কলে যুক্ত হওয়া যাবে। এ ছাড়া অডিও কলের জন্য সর্বোচ্চ ৩২ জন যোগ দিতে পারবেন।

পাশাপাশি অ্যাকাউন্টে আরও সহজে দ্রুততম সময়ে নতুন ডিভাইস লিঙ্ক করার জন্য মাল্টি-ডিভাইস সক্ষমতা হালনাগাদ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে এখন একই অ্যাকাউন্ট থেকে চারটি ডিভাইসে লিঙ্ক সুবিধা দেবে। ২০২১ সালে প্রথমবারের মতো সেবাটি চালু করে হোয়াটসঅ্যাপ।

গত বছর প্ল্যাটফর্মটি উইন্ডোজ ১০ সংস্করণ সমর্থিত অ্যাপ প্রকাশ করে। এর পর অ্যাপলের ম্যাক ডিভাইস সংস্করণও ছাড়া হয়।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile