ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে। তবে এ স্টাইলিস্ট অভিনেত্রী সিনেমা থেকে দূরে গেলেও শাকিব ইস্যু নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনায় থাকেন।
সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এ সিনেমায় দীর্ঘদিন পর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শবনম বুবলী। অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করবেন অভিনেতা আদর আজাদ। অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শাকিব খানের বাধার সম্মুখীন হন কিনা সে সম্পর্কে কথা বলেন শবনম বুবলী।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 'ঢাকাইয়া দেবদাস' সিনেমার আনুষ্ঠানিক যাত্রা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী, প্রযোজক, পরিবেশকসহ অন্যান্য শিল্পী। মহরত আয়োজনটিও ছিল বেশ বর্ণিল; সেট সাজানো হয়েছিল পুরান ঢাকার আবহে, আর বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন সেই আয়োজনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
মহরত অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী বুবলীর কাছে আসে নানা প্রশ্ন— যার একটি ছিল ঢালিউড কিং শাকিব খানকে ঘিরে। শাকিব-বুবলী জনপ্রিয় জুটির সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শাকিবের কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা?
বুবলী বলেন, আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের শীর্ষ তালিকায়। তিনি বলেন, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি। তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে।
অভিনেত্রী আরও বলেন, আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি— সবাই ইন্ডিভিজুয়ালি, কিন্তু নিজস্বসত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে, যখন অন্য শিল্পীর সঙ্গে কাজ করি, সেটিও দর্শকরা তাদের মতো করেই গ্রহণ করে।
এদিকে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা প্রসঙ্গে পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’ একটি প্রেমের গল্প। এই গল্পটাকে তুলে ধরা হয়েছে আমাদের পুরান ঢাকার শত শত বছরের পুরোনো ঐতিহ্যের মিশেলে। পুরান ঢাকা এমন একটি জায়গা, যেখানে বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির মেইলবন্ধন রয়েছে।
তিনি বলেন, সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করে থাকে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসছে গল্পের মধ্য দিয়ে।
এ নির্মাতা বলেন, দেবদাস নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যারা প্রেমে ব্যর্থ হয়, তারা নিজেদের মনে মনে দেবদাস ভেবে থাকেন। এ সিনেমার গল্পেও নায়ক প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে তেমনভাবে ভাবতে শুরু করে। সে কারণে সিনেমার নামও রাখা হয়েছে 'ঢাকাইয়া দেবদাস'।
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় আদর আজাদ ও বুবলী ছাড়াও আরও অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রযোজনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, অভিনেতা আদর আজাদ ও শবনম বুবলী জুটির 'ঢাকাইয়া দেবদাস' চতুর্থ সিনেমা। সৈকত নাসিরের ‘তালাশ’ দিয়ে প্রথমবারের মতো জুটি হয়ে বড়পর্দায় পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় তাদের দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। এটি পরিচালনা করেন সাইফ চন্দন। গত বছর তারা অভিনয় করেন জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমায়। এ সিনেমাটি গত ঈদে মুক্তির কথা শোনা গেলেও তা হয়নি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



