
ছবি: সংগৃহীত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশে গুচ্ছভুক্ত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আজ, ২২ জুন থেকে শুরু হচ্ছে এবং চলবে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর প্রাথমিক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা, যা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। গুচ্ছ ভর্তি কমিটি শনিবার বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফি জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে শুধু ফি পরিশোধ করলেই হবে না, ভর্তি নিশ্চিত করতে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। ২৩ জুন সকাল ১০টা থেকে ২৬ জুন বিকেল ৩টা পর্যন্ত মূল কাগজপত্র জমা দেয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে।
ফি প্রদান বা কাগজপত্র জমার সময়সীমা অমান্য করলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং এ পরিস্থিতিতে প্রার্থী ভবিষ্যতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিংবা কোটাভিত্তিক ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হবেন।
প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে ২২ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। যেকোনো কারনে ফি পরিশোধের পরও যদি নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দেয়া হয়, তবে ভর্তি বাতিল হয়ে যাবে। এতে প্রার্থী ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়বেন এবং পরবর্তীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কোটাভিত্তিক সুযোগের জন্য বিবেচিত হবেন না।
যদি কোনো প্রার্থী ভর্তি বাতিল করতে চান, তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে এই আবেদন গ্রহণযোগ্য হবে না।
অন্যদিকে, ভর্তি প্রক্রিয়ার সময় কোনো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে, সে বিভাগ ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে স্থানান্তর বা মাইগ্রেশনের সুযোগ থাকবেনা।
তথ্য অনুযায়ী, ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন হলে বর্তমানে ভর্তি থাকা বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমের বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে না।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই নির্দেশিত সময়সীমা ও নিয়মাবলী মেনে চলা জরুরি। ভর্তি ফি সময়মতো জমা দেওয়ার পাশাপাশি মূল পরীক্ষার নম্বরপত্রও নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ স্থানে জমা দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভর্তি ও কোটার সুযোগ থেকে বঞ্চিত হতে হবে।
এছাড়া ভর্তি বাতিল বা মাইগ্রেশনের ক্ষেত্রে কঠোর নিয়মাবলী অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের জন্য এ ভর্তি প্রক্রিয়া একটি বড় সুযোগ এবং সঠিকভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা তাদের জন্য সফল শিক্ষাজীবনের পথ সুগম করবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের এ বিস্তারিত নিয়ম ও সময়সীমা প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে তারা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবেন।
বাংলাবার্তা/এমএইচ