ছবি : সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের। রোববার (৩১ মার্চ) দুপুরে পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদের মা রাবিয়া খাতুনের (৫৫) সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলেন। এ সময় বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া পথে মারা যান তিনি।
বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ছেলে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
বাংলাবার্তা/এআর
.png)
.png)
.png)



