ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্ব আসর সামনে রেখেই সাজানো হয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আন্তর্জাতিক সূচি না থাকায় ক্রিকেটাররা যাতে বিপিএল খেলেই নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে পারেন, সেটিই ছিল মূল লক্ষ্য। আজ টুর্নামেন্টের ফাইনালের আগে সেই প্রস্তুতি তাঁরা নিয়েছেন বটে, তবে সেটির কার্যকারিতা এখন প্রশ্নের মুখে।
নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর সেই সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দেওয়া হয়। অথচ বিশ্বকাপ ঘিরে বিপিএল শুরুর আগে ছিল নানা পরিকল্পনা। ফাইনালের দুই দিন পর ভারতে চলে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।
সেখানে মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচও ছিল। কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের দর্শক হয়ে থাকা এক প্রকার নিশ্চিত। সেই অনিশ্চয়তার কথাই যেন ফুটে উঠল চট্টগ্রাম রয়ালসের অধিনায়ক ও বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী হাসানের কণ্ঠে, ‘ফাইনাল নিয়েই সবাই প্রস্তুতি নিয়েছে। চিন্তাও করছে ফাইনাল নিয়ে।
বিশ্বকাপ আমাদের (ক্রিকেটারদের) হাতে নেই। এটা ম্যানেজমেন্টের হাতে।’
এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে বিপিএলের আনুষ্ঠানিকতায়ও। ফাইনালের আগে দুই দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন হয়নি। এমনকি প্রায় এক মাস ধরে চলা টুর্নামেন্টের ট্রফিটি দর্শকদের সামনে আনা হচ্ছে শেষ দিনে।
সেই অপেক্ষার অবসান ঘটবে আজ ফাইনালের দিন। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে ট্রফি উন্মোচন করা হবে। মাঠের ক্রিকেটেও অবশ্য মিশ্র চিত্র দেখা গেছে। শুরুতে ব্যাটিংয়ে ভুগেছেন স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটার। শেষ দিকে এসে ছন্দ ফিরে পান তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। দুজনই শেষ ম্যাচগুলোতে ভালো কিছু ইনিংস খেলেছেন। তাওহিদ তো এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৮২ রান)। টপ অর্ডারের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার পারভেজ হোসেন ইমন শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন (৩৯৫ রান)। তবে দুই গুরুত্বপূর্ণ ব্যাটার সাইফ হাসান ও লিটন দাস টুর্নামেন্টজুড়ে রানের জন্য ভুগেছেন। বোলিং বিভাগ অবশ্য এদিক থেকে প্রস্তুতিতে এগিয়ে ছিল, বলাই যায়। ২৪ উইকেট নিয়ে শরিফুল ইসলাম টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারি বোলার। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবের পারফরম্যান্সও ছিল ইতিবাচক। তবে সেই প্রস্তুতি কাজে লাগানোর মঞ্চটাই এখন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



