প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা: ‘দেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে’ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য একমাত্র আওয়ামী লীগই কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
বিএনপিকে 'খুনিদের দল' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ না।
সরকারপ্রধান বলেন, অর্থ সম্পদের দিকে না তাকিয়ে মানুষের সেবা করে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে।
এর আগে, সকালে 'শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে' স্লোগানে শুরু হয় আওয়ামী লীগের বর্ধিত সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে প্রায় তিন হাজার নেতাকর্মী। নির্বাচনের প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে সভাটি।