
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণের এক পর্যায়ে কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
ঢাকা: সার্বিকভাবে এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, ভোট শৃঙ্খলার সঙ্গে চলছে। কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। আমরা সকাল থেকে সিসিটিভি পর্যবেক্ষণ করছি। দু-একটি কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে, সেগুলোর বিষয়ে পরবর্তীতে তথ্য জানানো হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণের এক পর্যায়ে কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে সবগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বড় পর্দায় ভোটের পরিস্থিতি দেখছেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিসিটিভি ক্যামেরায় কোনো অনিয়ম দেখতে পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আলমগীর বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোট সুষ্ঠু করতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সে অনুযায়ী সকাল থেকে ভোটগ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোন অনিয়মের চিত্র চোখে পড়েনি।
অনিয়মের অভিযোগে কোনো গ্রেপ্তার আছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, সম্ভবত দুই-চারটি গ্রেপ্তারের খবর আমরা পাব। আমরা এসব বিষয় আপনাদের জানাব।
মেয়র প্রার্থী জায়েদার এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব। তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। কোনো এজেন্ট না এলে আমাদের তো কিছু করার থাকে না। ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদী তিনি।