ছবি: সংগৃহীত
আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন উপজেলা পরিষদের মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষিত এই জনসভা সফল করতে দিন-রাত কাজ করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের জানানো হয়। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে স্বচক্ষে দেখার সুযোগ ঘিরে বিভাগজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা।
এর আগে তারেক রহমান ২০০৬ সালের ১৪ মে বরিশালে এসেছিলেন। ওই দিন তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বরিশাল স্টেডিয়ামে একটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



