ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান। এক ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন তিনি। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে দিনা ইউনূস। দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। পরে সেখান থেকে ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে রওনা হন তারা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় পৌঁছান।
এদিকে পারিবারিক আবহে সাক্ষাৎ অনুষ্ঠিত হলেও সেখানে দেশের বর্তমান রাজনীতির কেন্দ্রে থাকা দুই ব্যক্তির মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা নিয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। তারা এক ঘণ্টার বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী ও মেয়েকে নিয়ে যমুনায় যান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন তারা। গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জে বসে তারেক রহমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। গত ৩০ ডিসেম্বর তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। মায়ের জানাজার সময় দুজনের দেখা হয়েছিল। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবারই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন।
গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় কাল : এদিকে বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা হবে। বৃহস্পতিবার আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। অন্যদিকে, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ‘মায়ের ডাক’ নামক সংগঠন গড়ে তোলেন সানজিদা ইসলাম তুলি। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ড (বর্তমান ২৫ নম্বর ওয়ার্ড) কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ আমলে তিনি গুমের শিকার হন এবং আজও তার কোনো খোঁজ মেলেনি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



