ছবি : সংগৃহীত
পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকার সকল পুরস্কার বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে নোবেলজয়ী প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বাধীন
অন্তর্বর্তী সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে শেখ পরিবারের সদস্যদের নামে জাতীয় ও আন্তর্জাতিক ৬টি পুরস্কার চালু হয়। এসব পুরস্কারের কার্যক্রম এখন বন্ধ। ইতোমধ্যে কিছু পুরস্কার বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলেরা বাতিল প্রক্রিয়া চলমান রয়েছে।
তথ্যমতে, বাতিলের তালিকার ৬ পুরস্কার হলো- বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন, শেখ রাসেল পদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নাম পরিবর্তন বা বাতিল করা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, গুরুত্ব বিবেচনায় দু-একটি পুরস্কার থাকতে পারে, সেক্ষেত্রে নামের সঙ্গে সঙ্গে পাল্টে যেতে পারে পুরস্কারের ধরন।
এর আগে, শেখ হাসিনা ও তার পরিবারের নামে নামকরণ করা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। আরও কিছু নাম পরিবর্তন করা হতে পারে।
বাংলাবার্তা/এমআর
.png)
.png)
.png)



