ছবি: বাংলাবার্তা
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই, ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম ও কাস্টমসের বি শিফটের যৌথ অভিযানে ২ কেজি সোনা জব্দ করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো আল আমিন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ার এরাবিয়া থেকে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন প্রবাসী মিয়া ফেরদৌস। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকেন। সকালে বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণ করার পর এনএসআই ও কাস্টম যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রী কাস্টমকে হয়রানি করে। এরপর তার লাগেজের ভেতরে বেড ড্রায়ারের ভেতরে লুকানো ২ কেজি ৮০ গ্রাম সোনার বার পাওয়া যায়।
আরও জানা যায়, জব্দ সোনার বারের বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা। যাত্রী দুবাইয়ে ঠেলা গাড়ি চালান। লোভে পড়ে তিনি এই সোনা এনেছেন। তার বিরুদ্ধে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাবার্তা/এমআর