 
					ছবি : সংগৃহীত
রাজধানীর সড়কে প্রাণ গেল শফিউদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির। সোমবার (২৫ মার্চ) রাত ১০টার পর নাজিমউদ্দিন রোডের নিরব হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ব্যক্তির ছেলে রাকিব ইউসুফ বলেন, নাজিমউদ্দিন রোড তাদের স্থানীয় বাড়ি। তার বাবা চকবাজার একটি দোকানে চাকরি করতেন। রাতে তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। পথে নিরব হোটেলের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাক ও কাভার্ডভ্যানটি আটক করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাবার্তা/এআর
 
				.png)
.png)
.png)



