ছবি : সংগৃহীত
দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশে অবস্থান করা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও শ্রদ্ধা জানান।
এরপর তারা দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন । এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয় বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা পরিদর্শন বইয়ে সই করেন। স্মৃতিসৌধে অন্যান্যের মধ্যে ভুটানের রানী জেৎসুন পেমা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এআর
.png)
.png)
.png)



