ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন/আবেদনের সময়সীমা আরেক দফা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্ধিত সময় অনুযায়ী আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। সর্বশেষ বর্ধিত সময় অনুযায়ী আজ বুধবার এই নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিবন্ধনের সময়সীমা শেষবারের মতো বাড়ানো হয়েছে। এরপর আর সময় বাড়াবে না ইসি।
এদিকে, পোস্টাল ব্যালটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন ১০ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে। প্রতি মুহূর্তে নিবন্ধিতদের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার রাত ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।
এতে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত নিবন্ধন করেছেন ১০ লাখ ৯৫ হাজার ৭৯০ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৫৫ হাজার ৯৯৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৯৫ জন নিবন্ধন করেছেন।
নিবন্ধিতদের মধ্যে ২০ হাজার ৯৬৪ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর নিবন্ধন অনুমোদিত হয়েছে ১০ লাখ ৭৪ হাজার ৮২৬ জনের।
এদিকে, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সর্বোচ্চসংখ্যক ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখান থেকে ৪ লাখ ৫৮ হাজার ৬৪৫ জন নিবন্ধিত হন। নিবন্ধিতদের মধ্যে রয়েছেন সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আনসার ও ভিডিপি সদস্য এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৯১ হাজার ১৫৬ জন নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার। সেখান থেকে ৬৭ হাজার ২১৪ জন নিবন্ধন করেছেন। তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া, যেখানে ৬১ হাজার ৩০৯ জন নিবন্ধন করেছেন।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে।
গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন শুরু হয়। পরে দুই দফা বাড়িয়ে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। সর্বশেষ আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী- আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ৫০ লাখ প্রবাসী ও দেশের সংশ্লিষ্ট ভোটারদের ভোট টানার টার্গেট রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



