ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে৷ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনে সামনের অংশ৷
এছাড়া প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে৷ পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না ভবনে৷
এদিকে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা৷ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন৷
তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে৷
এছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে৷
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



