ছবি: সংগৃহীত
সংকট আর সংঘাত-সহিংসতায় আরও একটি বছর পার করল বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা—২০২৫ সালে যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত।
চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিল; তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। কাগজে-কলমে গত অক্টোবরে যুদ্ধবিরতি হলেও, এখনো পুরোপুরি হামলা বন্ধ হয়নি উপত্যকাটিতে।
গোটা মধ্যপ্রাচ্যে ২০২৫ সালজুড়ে ছিল অস্থিরতা। গাজার গণ্ডি ছাড়িয়ে একের পর এক দেশ হয়েছে ইসরাইলি আগ্রাসনের শিকার। জুনে ১২ দিনের সংঘাতে ভয়াবহ ক্ষতির শিকার হয় ইরান-ইসরাইল। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। যদিও ভয়াবহ যুদ্ধে রূপ নেওয়ার আগে মার্কিন মধ্যস্ততায় থেমেছে এই সংঘাত।
হিজবুল্লাহ'র সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির পরও ২০২৫ সালে লেবাননে হামলা বন্ধ করেনি তেলআবিব। আগ্রাসন চালিয়েছে ইয়েমেন, কাতার ও সিরিয়ায়।
মধ্যপ্রাচ্য অস্থিতিশীল ছিল অভ্যন্তরীণ সংঘাতেও। বাশার আল আসাদের পতনের পরও বিভিন্ন গোষ্ঠীর সংঘাতের কারণে অশান্ত ছিল সিরিয়া। ইয়েমেনেও চলছে ক্ষমতা দখলের লড়াই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ স্থায়ী হয়েছে আরও একটি বছর। রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে দফায় দফায় বৈঠক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ থামাতে এখনো একমত হতে পারেনি।
যুদ্ধের কারণে ২০২৫ সালেও মানবেতর জীবন যাপন করেছে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। সাড়ে তিনবছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত সুদান সাক্ষী হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের। ক্ষমতার লড়াইয়ে চলতি বছর চরম ভয়াবহতার সাক্ষী হয়েছে কঙ্গোর উত্তরাঞ্চল। নাইজার, মালি বুরকিনা ফাসোসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বছরজুড়ে ছিল বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা।
সংঘাত থেকে বাদ যায়নি দক্ষিণ এশিয়াও। দুই পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের যুদ্ধ থেমেছে ৪ দিনে। প্রতিবেশি আফগানিস্তানের সাথেও একাধিকবার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান।
আগের বছরের মতোই ২০২৫ সালজুড়ে গৃহযুদ্ধ দেখেছে মিয়ানমার। সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়াও। মহড়া আর হুমকি-ধামকিতে বছরব্যাপী অস্থিরতা ছিল চীন-তাওয়ানের মাঝে। উত্তাপ ছড়িয়েছে উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও।
২০২৪-এর পর ২০২৫ সালেও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে বিভিন্ন দেশ। গ্লোবাল প্রোটেস্ট ট্রাকারের তথ্য, এ বছর দুর্নীতি, অনিয়ম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিশ্বের অন্তত ৭০টি দেশে আন্দোলন হয়েছে। যার মধ্যে নেপাল ও বুলগেরিয়াসহ একাধিক দেশে হয় সরকার পতন।
মার্কিন রাজনীতির পালাবদলে ২০১৫-এ আবারও ক্ষমতায় ফিরেই বিশ্বে রীতিমতো শুল্ক যুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। অস্থিতিশীল হয়ে উঠে বিশ্ব অর্থনীতি। দফায় দফায় আলোচনার পর এখনো অনেক দেশের ওপর আরোপিত রয়েছে বড় অংকের মার্কিন শুল্ক।
জলবায়ু পরিবর্তনের জেরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশ চরম বৈরি আবহাওয়ার কবলে পড়েছে। বছরজুড়েই ছিল ভূমিকম্প, দাবানল আর ঝড়-বন্যার প্রকোপ। যাতে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



