ছবি: সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হারেত হরেইক অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরো ২৮ জন। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের কমান্ডার তাবাতাবাইকে ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে। যদিও বিবৃতিতে সংগঠনের ভেতরে তার আনুষ্ঠানিক পদ উল্লেখ করা হয়নি, তবে তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাবাতাবাইকে নিষ্ক্রিয় করেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে হামলার প্রকৃত লক্ষ্য ছিলেন তিনিই।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত বছরের যুদ্ধকালীন সময়ে তাকে হত্যার এটি তৃতীয় চেষ্টা।
হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি বলেন, এই হামলা ইসরায়েলের পক্ষ থেকে রেডলাইন অতিক্রম করেছে, এবং সংগঠনের নেতৃত্ব প্রতিক্রিয়া দেওয়া হবে কি না তা বিবেচনা করছে।
তিনি বলেন, আজকের হামলা লেবাননের সর্বত্র আক্রমণের মাত্রা বাড়ানোর দরজা খুলে দিয়েছে।
হায়থাম আলী তাবাতাবাই ১৯৬৮ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন।
তার মা লেবানিজ এবং বাবা ইরানি। শৈশব কেটেছে দক্ষিণ লেবাননে এবং মাত্র ১২ বছর বয়সে তিনি হিজবুল্লাহতে যোগ দেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ইসরায়েলি হামলায় আহত হয়েছে ২৮ জন। সরকারি বার্তা সংস্থা এনএনএ (এনএনএ) জানিয়েছে, হারেত হরেইকের আল-আরিদ স্ট্রিটের ওই ভবনে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবন, আশপাশের গাড়ি ও অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



