ছবি: সংগৃহীত
দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের উত্তরে বেইত আমর এলাকায় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ঘটনার পর পৃথক বিবৃতিতে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) দ্রুত এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়। খবর মিডল ইস্ট আইয়ের।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত দুইজন হলেন মোহাম্মদ আবু আয়্যাশ এবং বিলাল বাহা বুরান।
হামাস তার বিবৃতিতে বলেছে, দখলদার বাহিনী পশ্চিম তীরকে আতঙ্কিত করার জন্য যে ধারাবাহিক হত্যাকাণ্ড চালাচ্ছে, তা ব্যর্থ হবে। এসব বর্বরতা আমাদের জনগণের দৃঢ়তা আরো বাড়াবে এবং প্রতিরোধের ইচ্ছাকে শক্তিশালী করবে।
হামাস আহ্বান জানিয়ে বলেছে, হেবরনের আমাদের দৃঢ় জনগণ এবং সমগ্র পশ্চিম তীরের স্বাধীনতাকামী জনগণের প্রতি আহ্বান—প্রতিরোধ জোরদার করুন, শহীদদের রক্তের প্রতিশোধ নিন, বসতিবাসীদের প্রতিহত করুন এবং আমাদের ভূমি ও পবিত্র স্থানগুলোকে দখলদারের সন্ত্রাস থেকে রক্ষা করুন।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) বলেছে, দুই শিশুকে হত্যা এবং তাদের মরদেহ আটকে রাখা সরাসরি হত্যার শামিল এবং স্পষ্ট যুদ্ধাপরাধ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



