ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হবে। তবে অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীরা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত তাদের ডিভাইস নিবন্ধনের সুযোগ পাবেন বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড, রিফার্বিশড ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনগণকে সুরক্ষা দিতে এনইআইআর ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধেও এই ব্যবস্থা নেয়া হয়েছে।
তিন দিন ধরে মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। এখন দেশে থাকা সব অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই। কোন মডেল বা কত পুরোনো ফোন আমদানি করা যাবে—তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্তৃপক্ষকে জানাবে। তবে আমদানির ক্ষেত্রে সরকার নির্ধারিত কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ বিষয়ে সব পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এ ছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্কহার পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। শেষে বলা হয়, এই সিদ্ধান্তের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগামী ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা দৃঢ় সমর্থন জানিয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



