ছবি: সংগৃহীত
নারী ও শিশু নির্যাতন আইন, ২০০১-এর একটি মামলাকে কেন্দ্র করে কোর্টরুম ড্রামা ঘরানায় নির্মিত হচ্ছে সিনেমা। ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপড়েনের গল্পে ইতিমধ্যে ‘ট্রাইব্যুনাল’ শিরোনামের এ ছবিটির শুটিং ৭৫ শতাংশ শেষ হয়েছে।
সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক থেকে শুরু করে ছবির সব কলাকুশলী।
পরিচালক রায়হান খান বলেন, “একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সব কিছু ঠিক থাকলে ঈদে ছবি মুক্তি দেব। তবে পোস্ট-প্রডাকশন শেষে যদি মনে হয় সময় নেওয়া প্রয়োজন, তাহলে আমরা সময় নেব।
‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা ফারিয়ার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ, যিনি মামলাটি আসামিপক্ষের হয়ে লড়বেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, রাকিব হোসেন ইভনসহ আরো অনেকে।
মৌসুমী হামিদ বলেন, “গল্প শুনে রাজি হয়েছি।
এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার–কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন আই উইটনেস আছে। সেই আই উইটনেস চরিত্রে আমি অভিনয় করেছি।”
জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে।
৭৫ শতাংশ শুটিং শেষ হলেও বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



