ছবি: সংগৃহীত
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সাবেক কর্মকর্তা এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা কে.এম.এম.সালেমকে সরকারি চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা কে.এম.এম.সালেমের বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গৃহীত হয়েছে।শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চাকরি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়,সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, শুল্ক ও কর প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



