
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাউখালী উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়ার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বেতবুনিয়া রাবার বাগান এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে এসে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে অথবা আটকে গিয়ে মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে সহায়তা করে। আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম নেওয়ার পথে আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মনাইরটেক এলাকার নূন নাহার এবং চট্টগ্রামের হাটহাজারীর ঈসাপুর এলাকার ছাত্তারঘাট গ্রামের মাহমুদুর রহমান। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার বিষয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইসহাক বলেন, "রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।"
এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহনের দ্রুতগামী চলাচল এবং সচেতনতার অভাবকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন স্থানীয়রা। তারা জানান, সড়কটিতে পর্যাপ্ত স্পিড ব্রেকার কিংবা ট্রাফিক নজরদারি না থাকায় প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বাংলাবার্তা/এমএইচ