ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, রবিবার সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করে।
পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার ২ দিন পর পল্টন থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর মধ্যে হাদিকে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রবিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া আততায়ীর পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও ২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আর রবিবার রাতে আরো ৩ জনকে আটকের তথ্য দিয়েছে র্যাব।
রবিবার রাতে পাঠানো এক বার্তায় র্যাব বলেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সলের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ ওই ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



