
ছবি : সংগৃহীত
জলদস্যুদের থেকে নিজের মুক্তির পর অবশেষে পরিবারের কাছে ফিরল এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি জাহান মনি-৩।
এর আগে দুপুর ১২ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।
পরে ২৩ নাবিককে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় নাবিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন। বন্দরে পৌঁছার পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকরা।
দীর্ঘ দিন পর কাছে পেয়ে এই নাবিকদের অনেক স্বজন কেঁদেও ফেলেন। নাবিকদের বরণ করতে ফুল হাতে জেটিতে এসেছিলেন স্বজনরা।
জলদস্যুদের কবলে থাকার দিনগুলোকে বিভিষীকার দিন বলে আখ্যা দেন এই নাবিকদের বরণ করতে আসা একজন স্বজন। তিনি বলেন, সেই দিনগুলোকে আর মনে করতে চাই না।
বাংলাবার্তা/এআর