কাঠ আটক । ছবি : সংগৃহীত
অবৈধভাবে পাচারকালে অভিযান চালিয়ে ১৪৫দশমিক ৬৯ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করেছে ফেনী সামাজিক বন বিভাগ।
সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় পিকআপসহ কাঠগুলো জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন খবর পেয়ে সোমবার দুপুরে ফেনীর বিভাগীয় বন কর্মকর্তার রুহুল আমিনের নির্দেশে চট্টগ্রামের দিক থেকে ঢাকামুখী আগত কাঠবাহী পিকআপ মহাসড়কের রামপুর রাস্তার মাথায় এলে ফেনী সামাজিক বন বিভাগের টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর নেতৃত্বে হাইওয়ে পুলিশের সহযোগিতায় কাঠবাহী গাড়ীটি তল্লাশী করে। এসময় বন বিভাগের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে চালক ও পাচারকারীরা পালিয়ে যায়।
ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, কাঠের প্রকৃত মালিক না থাকায় তিনি নিজে প্রসিকিউশান দিয়ে কাঠগুলো আদালতের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
 
				.png)
.png)
.png)



