ছবি সংগৃহীত
বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকেট পেয়েছে অস্ট্রেলিয়া। জমে উঠেছে চতুর্থ হয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াই। একটি জায়গার জন্য লড়ছে তিনটি দল-নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান।
৮ ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত ১৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। প্রোটিয়াদের সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে তিনে অস্ট্রেলিয়া।
নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ ও চতুর্থ স্থানে থাকা দল। আর দ্বিতীয় ও তৃতীয় দল লড়াবে দ্বিতীয় সেমিফাইনালে। তাই শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে আগামী ১৬ নভেম্বর কলকাতায় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ওঠার মঞ্চে ভারতের সঙ্গে লড়বে কে? ১৫ নভেম্বর নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা আফগানিস্তানও হতে পারে স্বাগতিকদের প্রতিপক্ষ।
এই তিন দলের পয়েন্টই সমান আট করে। +০.৩৯৮ রানরেট নিয়ে চার নম্বরে কিউইরা, +০.০৩৬ রানরেট নিয়ে পাঁচে পাকিস্তান ও ছয়ে থাকা আফগানিস্তানের পয়েন্ট -০.৩৩৮।
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে কিউইরা। সেমিফাইনালে খেলতে এই ম্যাচে জয় খুব প্রয়োজন তাদের। তবে হারলেও থাকবে সম্ভাবনা। এক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তানকেও হারতে হবে তাদের নিজ নিজ ম্যাচে।
গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ডকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বেঙ্গালুরুতে টানা বর্ষণের শঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হয়ে গেলে কেবল এক পয়েন্ট পাবে কিউইরা। তখন পাকিস্তানের যেমন সুযোগ বেড়ে যাবে, সম্ভাবনা উজ্জ্বল হবে আফগানিস্তানেরও। এই দুই দলের হার কামনা করা ছাড়া উপায় থাকবে না নিউজিল্যান্ডের।
আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে কেবল জিতলেই হবে না তাদের, কামনা করতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের হারও। কারণ শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা প্রোটিয়াদের সঙ্গে তাদের জেতার সম্ভাবনা একে তো ক্ষীণ, সঙ্গে রানরেটও তাদের নেগেটিভ।
পাকিস্তানের জন্য একটি বড় সুবিধা হলো তাদের ম্যাচটি পরে। আগামী ১১ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। তাই নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের ফলাফল দেখে নিজেদের পরিকল্পনা সাজাতে পারবে তারা। কিউইদের ম্যাচটি যদি ভেস্তে যায় বৃষ্টিতে, তাহলে কেবল ইংলিশদের হারালেই সেমিফাইনালে উঠে যাওয়ার কথা তাদের। এতে দেখা যেতে পারে আরেকটি ভারত-পাকিস্তান মহারণ। নিউজিল্যান্ড জিতে গেলে রানরেটের সমীকরণ মেলাতে হবে বাবর আজমদের।