
এরিক লামেলা
ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় ফের ফাইনালে উঠেছে সেভিয়া। আর তাদের ফাইনালে নিতে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টিনা জাতীয় দলে খেলা এরিক লামেলা। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন তারা। এবার সেই সংখ্যাটা সাতে নেওয়ার সুযোগ দলটির সামনে।
বৃহস্পতিবার জুভেন্তাসের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ‘থ্রিলার’ জিতে ফাইনালে জায়গা করে নেয় সেভিয়া। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় তারা।
জুভেন্তাসের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রেখেছে সেভিয়া।
এদিন খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬৫তম মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে লিড নেয় জুভেন্তাস। তবে ছয় মিনিট পরই সমতা ফেরায় সেভিয়া। গোল করেন স্প্যানিশ উইঙ্গার সুসো।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানে ম্যাচের ভাগ্য গড়ে দেন ৩১ বছর বয়সী উইঙ্গার এরিক লামেলা। শেষ দিকে আরেক আর্জেন্টাইন মার্কোস আকুনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় পেতে অসুবিধা হয়নি সেভিয়ার।
আগামী ৩১ মে বুদাপেস্টে প্রতিযোগিতার ফাইনালে রোমার মুখোমুখি হবে সেভিয়া। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে রুখে ফাইনালে পা রেখেছে রোমা।
মজার ব্যাপার সেভিয়াকে ফাইনালে তোলা লামেলার সাবেক ক্লাব রোমা। অর্থাৎ দলকে শিরোপা জেতাতে হলে ফাইনালে সাবেক ক্লাবের বিপক্ষে জিততে হবে তাকে।
২০২১ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লামেলা। গোল করেছেন তিনটি।