ছবি : সংগৃহীত
সাবেক অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসেনের রাজধানীর উত্তরার বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১ কোটি টাকা, বৈদেশিক মুদ্রা ও ১১টি আইফোন উদ্ধার করেছে। পরে পুলিশ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক এই অতিরিক্ত সচিবকে ও তার ছেলেকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার এসআই মো. রফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
যৌথবাহিনী রোববার (৩ নভেম্বর) দিনগত রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাড়িতে অভিযানটি পরিচালনা করে।
এসআই রফিকুল বলেন, আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় রাখা হয়েছে। গত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গোপন খবরের ভিত্তিতে রাত দশটায় অভিযান শুরু করা হয়। অভিযানে ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন, নামি-দামি ব্র্যান্ডের ঘড়ি জব্দ করা হয়েছে। পরে সাবেক এই অতিরিক্ত সচিবকে তার ছেলেসহ গ্রেফতার করা হয়।
আমজাদ হোসেন ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকে অবসর নেন।
বাংলাবার্তা/এমআর