ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু উদ্যান-১০ তলা বঙ্গবাজার মার্কেটসহ ৪ টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।
শনিবার (২৫ মে) সকাল ১০টার দিকে এই প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রকল্প ৪টি হলো: 
এক. ১০ তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট।
দুই. বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি।
তিন. ধানমন্ডি লেকে নজরুল সরোবর।
চার. হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান।
১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নি প্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে।
পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণির নির্মাণকাজের ব্যয় ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ধরা হয়েছে।
নিজস্ব তহবিল থেকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকে নজরুল সরোবর নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি।
এ ছাড়া শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (শাহবাগে জিয়া শিশু পার্কের নতুন নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান করা হয়েছে)। প্রায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে এই শিশু উদ্যানের আধুনিকায়নের কাজ করা হবে।
অনুষ্ঠানে এই সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বাংলাবার্তা/এআর
				.png)
.png)
.png)



