
উত্তরা ক্লাব
ঢাকা: ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরা অফিসার্স ক্লাব ঢাকা ১১০টি পরিবারকে ঈদ সামগ্রী দিলো।
শনিবার ( ১৫ এপ্রিল) বিকেলে উত্তরা অফিসার্স ক্লাব কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ক্লাবের উর্দ্ধতন সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, পোলাও চাল, ডাল, তেল, পেঁয়াজ,লবণ, সেমাই, চিনি ও সাবান।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, অস্বচ্ছল, দারিদ্র,অসহায় ও প্রান্তিক গোস্টির বাসিন্দাদের ঈদের ক্ষণস্থায়ী আনন্দকে দীর্ঘস্থায়ী করতে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে তুলবে হবে। সেজন্য ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহসভাপতি ডা মঈন উদদীন আহমদ,যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো ইউনুস আলী, কোষাধ্যক্ষ মো মিজানুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম এবং নির্বাহী কমিটির সদস্য প্রঢেসর ড ইয়াসমিন আহমেদ, এসএম কামাল হোসেন, ডা জালাল আহমেদ, মো নুরুজ্জামান মল্লিক, কৃষিবিদ ড মো আবুল হোসেন, ডা মো জাকির হুসাইন মন্টু, তোফায়েল আহম্মদ, ডা মো আমির হোসেন রাহাত ও ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো ফরিদুল আলম,ইঞ্জিনিয়ার মো আব্দুল বারেক ও মো মিজানুর রহমান চৌধুরীসহ প্রমুখ।