ছবি: সংগৃহীত
আবার ফিরে এসেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর সেই বেদনাবিধুর দিন-শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
পরাজয় অনিবার্য জেনে পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সেই তালিকায় শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক থেকে শুরু করে ছিলেন কবি ও সাহিত্যিকরাও। রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
এই জঘন্য হত্যাকাণ্ডের একদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটিতে গোটা জাতি বিনয় এবং শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দিনটি স্মরণ করছে। একটি ফেসবুক পোস্টে বিসিবি জানায়, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



