
ছবি : সংগৃহীত
বিমান দুর্ঘটনায় প্রাণ গেল মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাসহ ১০ জনের। তাকে বহনকারী বিমান নিখোঁজ সংবাদ প্রকাশের পর ধারণা করা হচ্ছে বিমানটি চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা সবার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) মালাউইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানানো হয়েছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিমানটি সেই দেশের চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। তবে তা এখনো খুঁজে পাওয়া যায়নি। সেই দেশের প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সবাই নিহত হয়েছেন।
জানা যায়, গত সোমবার (১০ জুন) সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে আসার পর বিমানটি রাডারের বাইরে চলে যায়। পরে সকাল ১০টার দিকে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমার সোমবার এই বিমানে চড়ে সদ্য প্রয়াত ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
বাংলাবার্তা/এআর