সংগৃহীত ছবি
চাঁদের বুকে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছেন সে স্থানের নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবতরণস্থল সেই স্থানটি ‘শিব শক্তি পয়েন্ট’ নামে পরিচিত হবে বলে জানান তিনি।
শনিবার (২৬ আগস্ট) সকালে গ্রিস থেকে ফিরেই ইসরোর কার্যালয়ে যান প্রধানমন্ত্রী মোদি। সেখানেই এই ঘোষণা করেন তিনি। খবর এনডিটিভি।
চন্দ্রযান-৩-এর সাফল্যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান মোদি। এ ছাড়া ২০১৯ সালে চাঁদে যে স্থানে চন্দ্রযান-২ বিধ্বস্ত হয়েছিল সে স্থানের নাম 'তিরাঙ্গা পয়েন্ট' বলে পরিচিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘শিব শক্তি নামের 'শক্তি' এসেছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা এবং ক্ষমতায়ন থেকে।’
এ ছাড়া চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য চন্দ্রযানের অবতরণের দিন ২৩ আগস্টকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবেও ঘোষণা করেন মোদি।
মোদি বলেন, ‘এটি বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন হবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ইসট্র্যাক) এ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইসরোর প্রধান এস সোমানাথ এবং অন্যান্য বিজ্ঞানীরা।
এ সময় তিনি বিজ্ঞানীদের বলেন, ‘আপনারা সকলেই যা অর্জন করেছেন তা এই যুগের সবচেয়ে অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি। এই কৃতিত্বের পরে সমগ্র বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের দক্ষতা বুঝতে পেরেছে।’
বুধবার (২৩ আগস্ট) ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ল্যান্ডারটি রোভার প্রজ্ঞানসহ ছয়টি বৈজ্ঞানিক পেলোড বহন করছে যা পৃথিবীর নিকটতম আকাশের প্রতিবেশী চাঁদের দক্ষিণ মেরুর তথ্য সংগ্রহ করবে আগামী ১৪ দিন।
.png)
.png)
.png)



