
সংগৃহীত ছবি
পশ্চিম সাহারার বিরোধপূর্ণ অঞ্চলের ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। মরক্কো সরকার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সোমবার রাবাত জানায় যে ইসরায়েল দাখলায় একটি কনস্যুলেট খোলার কথা বিবেচনা করছে।
মরক্কোর রাজ প্রসাদ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদের কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাঠানো এক চিঠিতে স্বীকৃতির কথা জানায় দেশটি। ইসরায়েলের অবস্থান জাতিসংঘ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে। পাশাপাশি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা রাষ্ট্রগুলোকেও বিষয়টি জানানো হবে।
১৯৭৫ সালে স্প্যানিশ শাসনের অবসানের পর থেকে মরক্কো ভূখণ্ডটির নিয়ন্ত্রণ করছে। তবে এতে আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে সামান্য।
আফ্রিকান ও আরবসহ ২৮টি দেশের কনস্যুলেট রয়েছে পশ্চিম সাহারীয় নগরী দাখলা বা লেয়ন্সে। মরক্কো দাবি করে, এই ভূখণ্ডের ওপর তার শাসনের সুস্পষ্ট সমর্থন এটি।
২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। সে সময়ের চুক্তি অনুযায়ী, বিরোধপূর্ণ পশ্চিম সাহারা অঞ্চলের ওপর মরক্কোর যে দাবি, তাকে স্বীকৃতি দেবে ইসরায়েল।
এ ছাড়া ২০০০ সালে তেল আবিব ও রাবাতে বন্ধ করে দেওয়া দুই দেশের লিয়াজোঁ অফিসগুলো পুনরায় চালু করা হবে।