ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জীবনযাত্রার ব্যয় নিয়ে ডেমোক্রেটিক পার্টির মামদানি তাঁর কড়া সমালোচক ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।
গত বুধবার মামদানি এ কথা জানিয়েছেন। এদিকে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি মামদানিকে সহায়তা করতে প্রস্তুত।
তবে রিপাবলিকান পার্টির ট্রাম্প সতর্ক করেছেন, সফল হতে হলে মামদানিকে ওয়াশিংটনের প্রতি ‘শ্রদ্ধাশীল’ হতে হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাঁকে (মামদানি) ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কারণ তিনি যদি শ্রদ্ধাশীল না হন, তাহলে তাঁর সফল হওয়ার সম্ভাবনা নেই। আমি তাঁকে সফল হিসেবে দেখতে চাই।
আমি নিউইয়র্ক সিটিকে সফল হিসেবে দেখতে চাই।’
গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র মামদানি বলেন, ‘হোয়াইট হাউস এখনো আমাকে অভিনন্দন জানায়নি। নিউইয়র্কবাসীর সেবায় কিভাবে একসঙ্গে কাজ করা যায় তা নিয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছি। আমি জীবনযাত্রার ব্যয় নিয়ে প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চাই।
’মামদানির ট্রানজিশন টিমের সবাই নারী : মেয়রের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন মামদানি। স্থানীয় সময় গত বুধবার সকালে নিউইয়র্কের কুইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর ‘ট্রানজিশন টিম’ বা ক্ষমতা গ্রহণকারী দলের নাম ঘোষণা করেছেন। পাঁচ সদস্যের এই দলের সবাই নারী।
আগামী বছরের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন মামদানি। ৩৪ বছর বয়সী এই মেয়র নিজেকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন।
তাঁর ট্রানজিশন দলের নেতৃত্ব দেবেন এলানা লিওপোড।
নিউইয়র্কের ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান : মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন একজন ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের প্রবাসী ও ইহুদিবিদ্বেষ মোকাবেলাবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এই আহ্বান জানান। মামদানিকে ‘হামাস সমর্থক’ উল্লেখ করে চিকলি বলেন, ‘নিউইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য।’ সূত্র : এএফপি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



