ছবি: সংগৃহীত
২০২৫ সালে হারিয়ে গেছে বেশ কিছু জনপ্রিয় প্রযুক্তিপণ্য ও সেবা। সময়ের সঙ্গে অপ্রয়োজনীয় হয়ে গেলেও এসব প্রযুক্তির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে অনেক ব্যবহারকারী।
টিভো বক্স
টেলিভিশন দেখার অভিজ্ঞতা বদলে দিয়েছিল টিভো (ঞরঠড়) ডিভিআর বক্স। প্রিয় অনুষ্ঠান রেকর্ড করে পরে দেখার যে স্বাধীনতা দিয়েছিল টিভো।
স্ট্রিমিংয়ের যুগে ডিভিআরের প্রয়োজন ফুরিয়ে এলেও অবিশ্বাস্যভাবে ২০২৫ সাল পর্যন্ত টিকে ছিল টিভো। এরপর নীরবেই বিদায় নিয়েছে এই হার্ডওয়্যার। যদিও টিভো পুরোপুরি বন্ধ হয়নি, ইউরোপে তারা এখন সফটওয়্যার সেবা নিয়ে কাজ করছে।
হিউম্যান এআই পিন
২০২৫ সালের ব্যর্থ প্রযুক্তির তালিকার শীর্ষে রয়েছে হিউম্যান এআই পিন।
স্মার্টফোনের বিকল্প ভাবা হচ্ছিল স্ক্রিনবিহীন এই এআই পরিধানযোগ্য ডিভাইসটিকে। এটি নিয়ে শুরুতে ছিল ব্যাপক উন্মাদনা। বাজারে আসার পর এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। ৭০০ ডলার মূল্যের ডিভাইসটি দ্রুত গরম হয়ে যাওয়া, ভুল তথ্য দেওয়া এবং প্রায় অকেজো প্রজেক্টর ব্যবহারের কারণে ব্যবহারকারীদের আস্থা হারায়।
শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি এর সাপোর্ট বন্ধ করে দেয়।
স্কাইপ যুগের অবসান
আজকের জুম বা গুগল মিটের পথচলার ভিত্তি তৈরি করেছিল স্কাইপ। ২০০৩ সালে যখন আন্তর্জাতিক ফোন কল ছিল বিলাসিতা, তখন স্কাইপ ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে কথা বলার সুযোগ এনে দেয়। বিনামূল্যে ভিডিও কলের সুযোগ করে জনপ্রিয়তা পেয়েছিল এই সেবা। ২০১১ সালে মাইক্রোসফট এটি অধিগ্রহণ করার পর ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে স্কাইপ।
অবশেষে ২০২৫ সালের মে মাসে স্কাইপকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হয়।
পকেটের বিদায়
ইন্টারনেট পাঠকদের কাছে পকেট ছিল এক নির্ভরযোগ্য নাম। ২০০৭ সালে ‘রিড ইট লেটার’ নামে যাত্রা শুরু করে এটি। পরে ২০১৭ সালে মজিলার অ্যাপটি কিনে নেয়। ইন্টারনেটের বিভিন্ন লেখা বা খবর সংরক্ষণ করে পরে পড়ার জন্য এটি ছিল আদর্শ। তবে ২০২৫ সালের জুলাইয়ে মজিলা এই সেবা বন্ধ করে দেয়।
মেটার ফ্যাক্ট-চেকিংয়ের অবসান
২০২৫ সালের শুরুতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ একটি বড় পরিবর্তনের ঘোষণা দেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। জাকারবার্গের যুক্তি এটি একপেশে রাজনৈতিক মতাদর্শে কাজ করছিল। এর পরিবর্তে চালু করা হয় কমিউনিটি নোটস, যেখানে ব্যবহারকারীরাই যাচাই করে তথ্যের নির্ভরযোগ্যতা।
টিকটক ক্রিয়েটর মার্কেটপ্লেস
টিকটক তাদের ক্রিয়েটর মার্কেটপ্লেস বন্ধ করে সেটিকে টিকটক ওয়ান নামের প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে। বাড়ানো হয়েছে জেনারেটিভ এআই-এর ব্যবহার। এআই অবতার দিয়ে বিজ্ঞাপন তৈরির সুবিধাও যোগ হয়েছে।
ডার্ক ওয়েব রিপোর্ট ও গুগল অ্যাসিস্ট্যান্ট
গুগল মাত্র এক বছরের মাথায় তাদের ডার্ক ওয়েব রিপোর্ট সাইবার নিরাপত্তা টুলটি বন্ধ করে দেয়। একই সঙ্গে জানিয়ে দেয়, জনপ্রিয় গুগল অ্যাসিস্ট্যান্ট ২০২৬ সালের মার্চের মধ্যে পুরোপুরি বিদায় নেবে। এর জায়গা করে নিয়েছে গুগলের নতুন এআই সিস্টেম জেমিনি। তবে এ দুটি সেবা বন্ধকে ভালোভাবে গ্রহণ করেনি ব্যবহারকারীরা। অনেকেই বলেছে, অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি তেমন কাজের নয়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



