সংগৃহীত ছবি
‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রীতিমতো বাংলাদেশের ‘প্রিয়তমা’ হয়ে উঠেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে অভিষেকেই বনে গেছেন তারকা।
সম্প্রতি এই জনপ্রিয়তার সূত্র ধরে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হলো ইনশাআল্লাহ। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। ভালো কিছু হলেই আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হলো, বিসমিল্লাহ। দুটো শব্দই এখন আমার খুব প্রিয়।’
এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন অভিনেত্রী। রীতিমতো রেগে আগুন দর্শকরা। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?
এর আগেও, অনেক অভিনেত্রীই ওপার বাংলা থেকে এ দেশে এসে কাজ করেছেন। আবার উল্টোটাও ঘটেছে। কিন্তু, সে দেশের সঙ্গে মিশে গেছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। এমনটাও মন্তব্য করছেন অনেকে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস