ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে চলতি ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ২৫৩ টাকা। গত নভেম্বরে যা ছিল এক হাজার ২১৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়। এছাড়াও ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে কমিশন। প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে এক হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে এক টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



