ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্রে নিজের নামসহ সাতটি তথ্য সংশোধনের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। স্থগিত থাকা সংশোধনের মধ্যে রয়েছে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটারের ঠিকানা এবং ছবি।
আখতার আহমেদ বলেন, ‘ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ কার্যক্রমের কারণে এই সাত বিষয়ে এখন কোনো পরিবর্তন আনা যাবে না। কারণ, এগুলো পরিবর্তন হলে মূল ভোটার তালিকায় গরমিল হতে পারে। তালিকা চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়গুলো আবার উন্মুক্ত করা হবে।’ সাধারণ সংশোধন স্থগিত থাকলেও জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় সংশোধনের সুযোগ রেখেছে ইসি।
ইসির জাতীয় নিবন্ধন অনুবিভাগের জারি করা এক পরিপত্রে জানানো হয়, জরুরি চিকিৎসা, বিদেশে উচ্চশিক্ষা, প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি এবং চাকরি সংক্রান্ত প্রয়োজনে সীমিত পরিসরে সংশোধন কার্যক্রম চলবে। তবে এ ক্ষেত্রে মহাপরিচালক (এনআইডি উইং) বা সিনিয়র সচিবের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে। প্রমাণসাপেক্ষে শুধুমাত্র বানান সংশোধন এবং ভোটার তালিকার বাইরের তথ্য পরিবর্তন করা যাবে; নাম পরিবর্তন করা যাবে না।
সাতটি বিষয় ছাড়া এনআইডির অন্যান্য তথ্য সংশোধন করা যাবে। এর মধ্যে রয়েছে- স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, প্রতিবন্ধিতার ধরন, রক্তের গ্রুপ এবং বর্তমান বা স্থায়ী ঠিকানা ছাড়া অন্যান্য ঠিকানা ও মোবাইল নম্বর। ইসি সচিব নিশ্চিত করেন, নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রমে কোনো বাধা নেই। যারা এখনো ভোটার হননি তারা স্বাভাবিক নিয়মেই নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে মাঠপর্যায়ে এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে, ২৪ নভেম্বর ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্ট কার্যক্রম শুরু হওয়ায় ভোটারের এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



