ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল–হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদল সমঝোতার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার কায়রোতে বৈঠক করেছে। মিশরের রাষ্ট্র–সমর্থিত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মিশরীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ আল–কাহেরা নিউজ জানায়, বৈঠকে মিশর ও তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ‘সফলভাবে বাস্তবায়ন নিশ্চিত করার উপায়’ নিয়ে আলোচনা করেন।
মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্র—চার দেশই ১০ অক্টোবর দুই বছরের যুদ্ধের পর কার্যকর হওয়া গাজা চুক্তির মধ্যস্থতাকারী ও গ্যারান্টর হিসেবে কাজ করছে।
কায়রোর এই বৈঠকের দু’দিন আগে একটি উচ্চপর্যায়ের হামাস প্রতিনিধি দল মিশরীয় গোয়েন্দাপ্রধান হাসান রাশাদের সঙ্গে সাক্ষাৎ করে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করে।
এই ধাপের আলোচনায় রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ, একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন এবং গাজা উপত্যকার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়।
আল–কাহেরা নিউজের মতে, মঙ্গলবারের বৈঠকে ‘বাধা অতিক্রম ও লঙ্ঘন সীমিত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে, যাতে যুদ্ধবিরতি টিকে থাকে।
ইসরায়েল ও হামাস বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
মধ্যস্থতাকারীরা মঙ্গলবার আরো বলেন, তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দ্বারা দক্ষিণ ইসরায়েলে স্থাপন করা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কেন্দ্র—সিভিল–মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার—এর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



